প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফুয়ান ওয়াটার পাম্প। মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে চার শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রীতে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি পিঁয়াজ, আধা কজি ডাল, আধা কেজি লবন ও একটি সাবান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ফুয়ান ওয়াটার পাম্পের চেয়ারম্যান মো. রাশেদ খান, ম্যানেজিং ডিরেক্টর মো. শফিকুল ইসলাম, মহাখালী জাতীয় ক্যান্সার হাসপাতালের সাবেক ডেপুটি ডিরেক্টও ডা. মো. ফিরোজ খান, আওয়ামী লীগ নেতা মো. মোস্তফা প্রমুখ।