মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখিপুর উপজেলায় হতদরিদ্রদের জন্য সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ১০টাকা কেজি চাল গোঁপনে বিক্রি করে দেয়ার অপরাধে থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফ সরকারকে দেড় লাখ টাকা জরিমানা ও চালের লাইন্সেসও বাতিল করেছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা তাকে এ জরিমানা করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুল আলম ফাহিম বলেন,কাকড়াজান ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সাপিয়াচালা চাল বিক্রয় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ডিলার ছিলো আরিফ সরকার । খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় গত ৫এপ্রিল থেকে ৫০০ জন কার্ডধারীদের মধ্যে প্রতিজনকে ৩০ কেজি করে চাল দেয়ার কথা থাকলেও তিনি চাল দেন ২০/২৫ কেজি করে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোমবার ডিলার আরিফ সরকারের বিক্রয় কেন্দ্রে গিয়ে বন্ধ পান। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ক্রেতা জানান, বিগত চার বছর যাবৎ কার্ডধারীদের চাল না দিয়ে আরিফ সরকার চাল কালোবাজারে বিক্রি করে দেয়।
সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ওজনে কম, বিক্রিতে অনিয়ম ও তালিকাভুক্ত হতদরিদ্রদের সঙ্গে প্রতারনার দায়ে আরিফ সরকারের লাইসেন্স বাতিল ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।