সংবাদ শিরোনাম:
গোপালপুরে নিরাপদ ও দখলমুক্ত সড়কের দাবিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ভূঞাপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তার স্ত্রীকে কুপিয়ে বাড়িতে ডাকাতি কালিহাতীতে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন মির্জাপুরে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপিত ফ্রিল্যান্সিং ব্যবসার আড়ালে পর্ণোগ্রাফি, দুই যুবকের জেল-জরিমানা টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন গোপালপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ টাঙ্গাইলে স্মার্ট ভূমি অফিস বিনির্মাণে কর্মশালা টাঙ্গাইলে বাপ্পী হত্যা মামলায় তিনজন গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
জীবনের নিরাপত্তা ও অপরাধীর বিচার চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন

জীবনের নিরাপত্তা ও অপরাধীর বিচার চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের এক গৃহবধূ ইন্তাজ আলী নামের এক ব্যক্তির কু-প্রস্থাবে রাজি না হওয়ায় শ্লীলতাহানীর চেষ্ঠা করেছে বলে অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী নারী।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন তিনি। এসময় তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ লিখিত বক্তব্যে বলেন, প্রতিবেশী সেকান্দার আলীর ছেলে ইন্তাছ আলী প্রায় ৩ বছর যাবত আমাকে নানা ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। বিষয়টি আমার স্বামী ও এলাকার মাতাব্বরদের জানালে ইন্তাছ আমার উপর ক্ষিপ্ত হয়। চলতি বছরের গত ১৮ এপ্রিল সকালে আমি নিজ বাড়ির পূর্বপাশে নির্জন স্থানে সবজি বাগানে পানি দিতে গেলে আমাকে একা পেয়ে ধর্ষনের উদ্দেশ্যে ইন্তাজ পিছন থেকে মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। পরে জোরপূর্বক শ্লীলতাহানি করার জন্য কাপড় ছিরিয়া ফেলে আমার সাথে ধস্তাধস্তি করতে থাকে। এক পর্যায়ে আমাকে চড়থাপ্পড় মারতে থাকে। এরপর যখন মুখ থেকে হাত সরে যায় তখন আমি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ইন্তাজ চলে যায়। সে চলে যাওয়ার সময় আমাকে শাসিয়ে যায় যে, আমি যদি কাউকে এই ঘটনা বলি তাহলে আমাকে প্রাণে মেরে ফেলবে। এমতাবস্থায় আমি খুব ঝুঁকিতে রয়েছি। তাই সকলের নিকট সহযোগীতা চাই। এ বিষয়ে টাঙ্গাইল নারী ও শিশু দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছি।

ভুক্তভোগীর স্বামী জানায়, আমি খুব অসহায় দরিদ্র একজন ভ্যান চালক। আমার স্ত্রীর সাথে যে কাজটি হয়েছে তার জন্য উপযুক্ত বিচার চাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিবেশি তারাব আলী, আমজাদ হোসেনসহ ভুক্তভোগীর স্বামী ও দুই সন্তান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840