জেলা আ’লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

জেলা আ’লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ অক্টোবর মঙ্গলবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। সভায় আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান (সোহেল হাজারী), মির্জাপুরের সংসদ সদস্য খান আহম্মেদ শুভ, টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির প্রমুখ। সভায় জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকটে জোয়াহেরুল ইসলাম এমপি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840