প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের র্যাব সদস্যরা ৩০০ পিস ইয়াবাসহ মোঃ আবু সাইদ সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এবং সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বজ্ঞিপ্ততিে জানান,
মঙ্গলবার (৮ ডিসেম্বর ) বিকেল ২টা ৩০মিঃ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা টাঙ্গাইল সদর উপজেলার শহরের দক্ষিন কলেজ পাড়া সাকিনস্থ মহেশ খোলা নামক মোড়স্থ মনির চন্দ্র দাস এর সেলুন ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে নাগরপুর থানার আটা পাড়া গ্রামের মৃত- দাউদ সরকারের ছেলে মোঃ আবু সাইদ সরকার (৩৬) এর কাছ থেকে ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ ১টি মোবাইল ফোন,ও ২টি সিম কার্ড পাওয়া যায়।সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার সদর থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।