প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ (উত্তর)।
১৬ সেপ্টেম্বর টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।
টাঙ্গাইল ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় টাঙ্গাইল সদর থানাধীন ধুলর মোড় এলাকায় এসআই মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কনস্টেবল মোঃ সাজু মিয়া, মোঃ শিমুল মিয়া, মোঃ মাসুদ রানা এবং কনস্টেবল মোঃ আলী আকবর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।