বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্নভাবে চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
চারটি ইউপিতে আওয়ামী লীগের দুই প্রার্থী ও দুই স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রথমবারের মত সদর উপজেলায় ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটগ্রহণ হয়।
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন ৭ হাজার ৫৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সুমন আহমেদ ৬ হাজার ৩৪৮ ভোট পেয়েছে। এছাড়াও কাকুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন। মাহমুদ নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন শিকদার ২ হাজার ৮১৯ ভোট পেয়ে বেরসাকরিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম ২ হাজার ৭৪৬ ভোট পেয়েছেন। অপরদিকে এ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদত হোসেন সাজ্জাদ ২ হাজার ৪৯৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এদিকে সিলিমপুর ইউনিয়নে চেয়রম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন ৫ হাজার ৩৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ২ হাজার ৫০৬ ভোট। এছাড়া আওয়ামী লীগের অ্যাডভোকেট হানিফ মিয়া পেয়েছেন ২ হাজার ৪৪৫ ভোট।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর, কাকুয়া, কাতুলী ও মাহমুদনগর এ চারটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। চার ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ১৩২ জন ও সংরক্ষিত সদস্য পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ নির্বাচনে মোট ভোটার ৭৬ হাজার ৪৪৫ জন। ৩৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ন হয়েছে।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, টাঙ্গাইল সদর উপজেলার চারটি ইউপিতে সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠ করতে চারটি ইউনিয়নে চারজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রে, আট জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, চার শতাধিক পুলিশ, ৫০ জন র্যাব সদস্য এবং দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করেছেন।