সংবাদ শিরোনাম:
বাসাইলের নাগাসিমে একশ’ মেঘাওয়াট সৌরবিদ্যুত কেন্দ্র স্থাপনের অনুমোদন গোপালপুর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে বিদেশী কোন চাপ নেই – ইসি মো: আলমগীর টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা শেষে সখীপুর উপজেলা আ.লীগ সভাপতির গাড়িতে ছাত্রলীগের হামলার অভিযোগ স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা ভূঞাপুরে সোনালী ব্যাংকের আত্মসাত করা টাকা ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী    … কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক টাঙ্গাইলের ধনবাড়ীর সাফল্যের পাঁচ নারী মির্জাপুরে ঋণগ্রস্থ ব্যক্তির ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা ঘাটাইলে সড়কে ঝড়ল এসএসসি পরীক্ষার্থীসহ দুই প্রাণ
টাঙ্গাইলে জমির কালাই বোনা নিয়ে একজন নিহত,আহত ১৫ জন

টাঙ্গাইলে জমির কালাই বোনা নিয়ে একজন নিহত,আহত ১৫ জন

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলায় ২৪ শে সেপ্টেম্বর রবিবার সকালে জমিতে কালাই বোনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ের মারামারি শুরু হয়।এতে একজন নিহত ও উভয়পক্ষের ১৫ জন আহত হয়। বিয়য়টি নিশ্চিত সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া।
হুগড়া ইউনিয়নের ইউপি সদস্য মো.ছানোয়ার হোসেন জানান সকালে চাচাত ভাইদের মধ্য জমিতে কালাই বোনাকে কেন্দ্র করে মারামারি হয়।এদের মধ্য সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর বেগুটালে কাঙ্গালীর ছেলে আ.রহিম মারা যায়।

স্থানীয় মেনহাজ উদ্দিন জানান,দীর্ঘ দিন ধরে চাচাত ভাইদের মধ্য জমি নিয়ে বিরুদ্ধে ছিল। এক পর্যায়ে রবিবার সকালে উত্তর বেগুনটালের আ.রহিম  মারা যান এছাড়াও এদের মধ্য আহত আশরাফ,  রেজাউল,আব্দুল্লাহ ,ইদ্রিস, সুজাব ,আসাদ ,ফরহাদ ও করিম।
 অপর দিকে নিহতের চাচাত ভাই সদর উপজেলার উত্তর বেগুনটালের সুরমান মাষ্টার, সাগর,   জেলানি, তৌকির ও  সোনা মিয়া আহত হন।
 এব্যাপারে সুরমান মাষ্টার জানন, তার চাচা আ.হালিমের নেতৃত্বে ভোরে ওতপেতে বসে থেকে সুরমান মাষ্টারের বড় ভাই সাগরকে হাতুরি দিয়ে পেটাতে থাকে । তার ডাক চিৎকারে সাগরের ছেলেরাসহ চাচাত ভাইয়েরা বেরিয়ে আসলে পাল্টাপাল্টি মারা হয়।এতে কে বা কার আগাতে মারা যায় জানা নেই।
এবিষয় টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান,ভোরে ৯৯৯ কলের মাধ্যমে মারামারির বিষয় জানতে পেরে আমাদের টিম সেখানে যায়। প্রাথমিকভাবে জানা যায় কালাই বোনাকে কেন্দ্র করে উভয়পক্ষে দশ পনের জন আহত হয়। তাদের মধ্য একজন আ.রহিম ঢাকায় মারা যান। এখন পর্যন্ত কোন পক্ষ আমাদের কাছে অভিযোগ দেয়নি। তবে ঘটনাস্থলে পুলিশের নজর দারি আছ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840