হুগড়া ইউনিয়নের ইউপি সদস্য মো.ছানোয়ার হোসেন জানান সকালে চাচাত ভাইদের মধ্য জমিতে কালাই বোনাকে কেন্দ্র করে মারামারি হয়।এদের মধ্য সদর উপজেলার হুগড়া ইউনিয়নের উত্তর বেগুটালে কাঙ্গালীর ছেলে আ.রহিম মারা যায়।
স্থানীয় মেনহাজ উদ্দিন জানান,দীর্ঘ দিন ধরে চাচাত ভাইদের মধ্য জমি নিয়ে বিরুদ্ধে ছিল। এক পর্যায়ে রবিবার সকালে উত্তর বেগুনটালের আ.রহিম মারা যান এছাড়াও এদের মধ্য আহত আশরাফ, রেজাউল,আব্দুল্লাহ ,ইদ্রিস, সুজাব ,আসাদ ,ফরহাদ ও করিম।
অপর দিকে নিহতের চাচাত ভাই সদর উপজেলার উত্তর বেগুনটালের সুরমান মাষ্টার, সাগর, জেলানি, তৌকির ও সোনা মিয়া আহত হন।
এব্যাপারে সুরমান মাষ্টার জানন, তার চাচা আ.হালিমের নেতৃত্বে ভোরে ওতপেতে বসে থেকে সুরমান মাষ্টারের বড় ভাই সাগরকে হাতুরি দিয়ে পেটাতে থাকে । তার ডাক চিৎকারে সাগরের ছেলেরাসহ চাচাত ভাইয়েরা বেরিয়ে আসলে পাল্টাপাল্টি মারা হয়।এতে কে বা কার আগাতে মারা যায় জানা নেই।
এবিষয় টাঙ্গাইল সদর থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান,ভোরে ৯৯৯ কলের মাধ্যমে মারামারির বিষয় জানতে পেরে আমাদের টিম সেখানে যায়। প্রাথমিকভাবে জানা যায় কালাই বোনাকে কেন্দ্র করে উভয়পক্ষে দশ পনের জন আহত হয়। তাদের মধ্য একজন আ.রহিম ঢাকায় মারা যান। এখন পর্যন্ত কোন পক্ষ আমাদের কাছে অভিযোগ দেয়নি। তবে ঘটনাস্থলে পুলিশের নজর দারি আছ।