প্রতিদিন প্রতিবেদক: ‘‘ দুর্যোগ ঝুঁকি হ্রাস পূর্ব প্রস্তুতি’ টেকসই উন্নয়নে আনবে গতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র্যালী ভূমিকম্প অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ও টাঙ্গাইল সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারি পরিচালক মজিবুর রহমান চৌধুরী, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এ কে এম মোমিনুল হক ও বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
এসময় বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।