প্রতিদিন প্রতিবেদক : মাদক সহ সকল অপরাধের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)।
যে কারনে সাম্প্রতি ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলে ব্যাপক সুনাম অর্জন করেছেন।
ডিবি (দক্ষিণ) -এর অভিযানের কারণে টাঙ্গাইলে কমতে শুরু করেছে মাদক সহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম।
ডিবি (দক্ষিণ) -এর যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম।
প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করছেন তারা।
সখীপুর উপজেলা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল (দক্ষিণ) গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতারা হলো, ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ডাকাতিয়া হিজলিপাড়া গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে আ: লতিফ (৪০) ও ছিটালপাড়া গ্রামের মো: রমজান আলীর ছেলে মো: শাহজামাল (৪৩)।
মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর উপজেলার কচুয়া বাজারের পাশে চামড়ার গুদামের সামনে থেকে নীল রঙের পলিথিনের ব্যাগ ভর্তি দুই কেজি গাঁজা দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আসামীরা টাঙ্গাইল ও ময়মনসিংহ সীমান্তবর্তী এলাকায় মাদক সেবীদের চাহিদা অনুযায়ী পাইকারী ও খুচরা দরে গাঁজা বিক্রি করে আসছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ হোসেন, (এসআই) মোঃ ওবাইদুর রহমান,
(এএসআই) কামাল হোসেন, (এএসআই) আহসানুল করিম, (এএসআই) ছামান মিয়া, (এএসআই) জাহাঙ্গীর আলম, কন্সটেবল আব্দুল্লাহ আল মাহফুজ, মোঃ সেলিম মিয়া সখীপুর উপজেলার কচুয়া বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়।
এসময় দুই কেজি গাঁজা সহ (যাহার আনুমানিক মূল্য বিশ হাজার টাকা) দুই জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ডিবি (দক্ষিণ) এর সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।