প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে শুদ্ধ সুরে জাতীয় সংগীত গাওয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
দিনব্যাপী বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ের বিজয়ী দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বিজয়ী দলের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরন করা হয়েছে।