সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে সাহিত্য সংসদ পুরস্কার প্রদান ও স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার প্রদান এবং স্বরচিত কবিতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইল সাহিত্য সংসদের উদ্যোগে বুরো বাংলাদেশের সহযোগিতায় সাধঅরণ গ্রন্থাগার মিলনায়তনে ৩৩৩তম এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ডা. সাইফুল ইসলাম স্বপন, জাকিয়া পারভীন, ডা. রতন চন্দ্র সাহা ও অধ্যাপক লুৎফর রহমান, টাঙ্গাইল সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাদল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল সাহিত্য সংসদের সভাপতি কবি মাহমুদ কামাল।

টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ডা. সাইফুল ইসলাম স্বপন প্রদত্ত ভাষাসৈনিক শামসুল হক স্মৃতি পুরস্কার পান কবি ফেরদৌস সালাম, কবি জাকিয়া পারভিন প্রদত্ত বীল মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান স্মৃতি পুরস্কার পান কবি জাহিদ মুস্তাক, বিশিষ্ট রাজনীতিক আতিকুর রহমান সালু প্রদত্ত বৃটিশ ভারতের অভিবক্ত বাংলার পার্লামেন্ট সদস্য নুরুর রহমান খান ইউসূফজাই স্মৃতি পুরস্কার পান নাট্যকার তৌফিক আহমেদ, ছায়ানীড় প্রদত্ত ড. ইউসুফ খান পুরস্কার পান শিশু সাহিত্যিক কাশীনাথ মজুমদার পিংকু, কবি রতন চন্দ্র সাহা প্রদত্ত গনেশ-হেমলতা স্মৃতি পুরস্কার পান প্রাবন্ধিক আলি রেজা ও কবি রতন চন্দ্র সাহা প্রদত্ত দীনেশ-বীনা স্মৃতি পুরস্কার পান কথা সাহিত্যিক রুদ্র মোস্তফা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme