সংবাদ শিরোনাম:
মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অনিয়মের অভিযোগে গণশুনানি টাঙ্গাইলে ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক মানিক ও সদস্য সচিব মারুফ টাঙ্গাইলের মির্জাপুরে কৃষকদলের শান্তি সমাবেশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে টাঙ্গাইলের ইউএনও প্রত্যাহার ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে ভাসানী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দুর্নীতি আর অনিয়মের অভিযোগ পদত্যাগে বাধ্য হলেন টাঙ্গাইল প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কালিহাতীতে কলেজের জমি স্ত্রীর নামে দলিল করার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে টাঙ্গাইলে শিহ্মার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিহ্মোভ মিছিল ফারুক হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র মুক্তি বন্যার্তদের জন্য সদা-সর্বদা ছুটে চলেছেন ভাসানী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা
টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ছয়জন নিহত

টাঙ্গাইলে সিমেন্টবাহী ট্রাক উল্টে ছয়জন নিহত

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিক দুর্ঘটনায় হতাহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হচ্ছেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার শটিবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে আব্দুল্লাহ দীপক (৩৫), বগুড়ার দুপচাচিয়া উপজেলার মৃত কাদেরের ছেলে মোঃ আলেক (৪৫), আফসার আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (২৫) এবং টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. সমতুল্লার ছেলে মো. জুলহাস আলী (৫০)। নাম পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তায় মাঝে উল্টে যায়।

এঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী ও চার পুরুষসহ মোট পাঁচ জন নিহত হয়।পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত আরও ১০ জন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।আহতরা হলো, গাইবান্ধ জেলা সুনামগঞ্জ এলাকার হাফিজুর রহমানের ছেলে নূরনবী (২৮), একই জেলার সুনামগঞ্জ এলাকার হাবিব (৩০), রংপুর জেলার মিঠাপুকুর এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে লিটন (৩২), একই জেলার তোরাবগঞ্জ এলাকার উজিয়ার রহমানের ছেলে শিপন (৩০), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পানকাতা গ্রামের আবুবক্কর সিদ্দিকী (৪৫), বগুড়া জেলার সদরের তাহমিনা (৪০), পীরগঞ্জ এলাকার মকবুল হোসেনের ছেলে আনোয়ারুল হক (৫০)। আহত মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল হাসপাতাল থেকে রেফার্ড করা হয়েছে। যে কারণে তাদের পরিচয় যাওয়া সম্বভ হয়নি।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া ছয়জনকে নিহত ও ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840