প্রতিদিন প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রোববার টাঙ্গাইল হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) আয়োজনে আলোচনা সভা, চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করটিয়া সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড.মোহাম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া ও বীজবিস্তার ফাউনডেশান এর টাঙ্গাইল সদর উপজেলার সমন্বয়ক মো.হারুন অর রশীদ।
হামর্দদ টাঙ্গাইলের এরিয়া ব্যবস্থাপক মো.আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা.মো.ইকবাল হোসেন ও মেডিকেল অফিসার ডা.রেহেনা সুলতানা।
ক্যাম্পে শতাধিক রোগীর মাঝে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণসহ রুহ আফজা দিয়ে আপ্যায়ন করা হয়।