প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের পৌর শহরে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করেছে র্যাব।
শুক্রবার বিকেলে পৌর শহরের রেজিস্ট্রিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পৌর শহরের রেজিস্ট্রিপাড়া এলাকার মৃত আঃ রকীব খানের ছেলে নূরে আলম খান ওরফে হাবিবুল্লাহ (৩৯)। এসময় ৯০ হাজার টাকা মূল্যের ৩০০ পিস ইয়াবা, ১টি মোবাইল এবং ১টি সিম কার্ডসহ তাকে হাতেনাতে আটক করে।
টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, আটককৃত বহুদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার সদর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।