প্রতিদিন প্রতিবেদক : করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারনের মাস্ক ব্যবহার নিশ্চিত করতে টাঙ্গাইলের সন্তোষ বাজারে মাস্ক বিতরণ করেছে কাগমারী পুলিশ ফাঁড়ি।
রবিবার সকাল ১১টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন কাগমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো: মোশারফ হোসেন।
ইন্সপেক্টর মো: মোশারফ হোসেন জানান, বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সম্মানিত আইজিপি স্যারের নির্দেশে কাগমারী পুলিশ ফাঁড়ি এলাকায় আমরা মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির জন্য কাজ করে যাচ্ছি। পরবর্তীতে যারা মাস্ক ছাড়া বাইরে ঘোরাফেরা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসময় কাগমারী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর মাজেদুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।