প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ ও কীটনাশক বিতরণ করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন ফসলের বীজ ও কীটনাশক বিতরণ করেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান আনসারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা বেগম ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।
এসময় বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরা উপস্থিত ছিলেন।