মো.সোহেল রানা: টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে ভিক্টোরিয়া রোডস্থ রুপসী বাংলা রেস্টুরেন্টে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফোরাম এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানব সেবায় নিয়োজিত নিয়মিত রক্তদাতা ও স্বেচ্ছাসেবীর এক ঝাঁক তরুণ তরুণীদের স্বেচ্ছাসেবী ফোরাম এর প্রতিষ্ঠাতা পরিচালক মানবতার সেবক তানভীর হাসান রুবেলর সার্বিক ব্যাবস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা সালেহ মোহাম্মদ সাফী ইথেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সমাজ ও মানবাধিকার কর্মী রতন আহমেদ সিদ্দিকী, সাংবাদিক মুক্তার হাসান, সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক আবু নোমানসহ সংগঠনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা অন্যান্য সদস্য বৃন্দ।