ট্রেনের ধাক্কায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিহত

ট্রেনের ধাক্কায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিহত

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল উপজেলার ঘারিন্দা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুস ছোবাহান (৪২)।

তিনি প্রায় ১ বছর ধরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটের সদর উপজেলায় রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে সখীপুর এবং বাসাইল উপজেলার দায়িত্বে ছিলেন। এ ব্যাপারে ঘারিন্দা রেলস্টেশনের স্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, আব্দুস ছোবাহান রেলস্টেশনের প্লাফফর্মে বসে ছিলো। পরবর্তীতে আব্দুস ছোবাহান সেখান থেকে উঠে অন্যত্র যাওয়ার সময় ঢাকাগামী সিল্ক সিটির ট্রেন সাথে ধাক্কা লাগে। পরে তাকে গুরুত্বর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840