সংবাদ শিরোনাম:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানাধীন সইরাতুল নামক এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

দুপুর ২ টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ সময় দুমড়ে মুছরে বাস এর নিচে চলে যায় মোটরসাইকেলটি ঘটনাস্থলে আহত হয় মোটরসাইকেল চালক ও তার সাথে থাকা একজন আরোহী। এরপর মোটরসাইকেল চালকের গুরুতর অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হলে পথিমধ্যে মারা যান তিনি।

এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা অফিসার ইনচার্জ ( ওসি) বলেন, ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল বাসটি এসময় সইরাতুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সেখান থেকে আহত অবস্থায় দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করি ও একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করি, হাসপাতাল যাওয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme