প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ার : দেলদুয়ারে ২০২০-২১ অর্থবছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় ৫০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
আজ সকালে দেলদুয়ার উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান এস.এম. এহসানুল হক সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক , সহ সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব মাহমুদ সদর ইউপি চেয়ারম্যান আবু তাহের বাবলু,আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক।
এসময় উপজেলা প্রশাসন গ্রাম পুলিশদের মাঝে ৫১টি বাই সাইকেল বিতরণ করেন।