সংবাদ শিরোনাম:

দেলদুয়ারে মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মেলনে বানিজ্য প্রতিমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, দেলদুয়ারঃ টাঙ্গাইলের দেলদুয়ারে মাধ্যমিক শিক্ষক সমিতি  দেলদুয়ার উপজেলা  শাখার ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার  উপজেলা পরিষদ মিলনায়তনে  সম্মেলনে  প্রধান অতিথির বক্তব্যে বানিজ্য  প্রতিমন্ত্রী  আহসানুল  ইসলাম টিটু বলেন প্রাথমিক  শিক্ষার ট্রেডগুলি আপনাদের পর্যায়ক্রমে  প্রত্যেক স্কুলে চালুর ব্যবস্থা করতে হবে,  এবং শিক্ষা দিতে হবে।   তাহলে কিন্তু চাকরির বাজারে আমাদের এখান থেকে সুফল  আমরা পাবো, আমাদের এখান থেকে  আধা ঘন্টা দূরত্ব কালিয়াকৈরে বঙ্গবন্ধু আইসিটি পার্ক তৈরি হচ্ছে  সেখানে হাজার হাজার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা   হবে। আমরা যদি নিজেদেরকে সেই যোগ্য  করতে না পারি  তাহলে এই সুযোগটাও আমাদের বাড়ির পাশেও  কাজে লাগাতে পারব না। তাই আমাদের যারা অভিভাবক আছেন  শিক্ষক আছেন  তাদের বাস্তবমুখী  শিক্ষায় আমাদের ছেলে-মেয়েদেরকে অনুপ্রাণিত  করতে হবে, তারা যেন দেশের সম্পদে পরিণত হয়  এই চেষ্টাই আমাদের করতে হবে।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দেলদুয়ার উপজেলা  পরিষদের চেয়ারম্যান   মাহমুদুল হাসান মারুফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোছা: শাকিলা  পারভীন  , উপজেলা আওয়ালীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস  চেয়ারম্যান নাহিদ আক্তার পলি,   টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মীর মনিরুজ্জামান। আলোচনা সভা শেষে জান মাহমুদাবাদ বিদ্যাধাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ আবু বক্কর খানকে সভাপতি  ও এলাসিন নাসিমুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  শেখ আশরাফুল ইসলাম  কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য  বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme