প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় রান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ৬দিনব্যাপী প্রতিবন্ধি বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষন সমাপ্ত হয়েছে।
আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার উপজেলার নওয়াব প্যালেসে এ প্রশিক্ষন কর্মশালা শেষ হয়।
প্রশিক্ষণ সমাপ্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা সমাজ সেবা অধিপ্তরের উপ পরিচালক মো: আব্দুল হামিদ।
রান ডেভেলপমেন্ট সোসাইটি‘র চেয়ারম্যান খন্দকার মোস্তাফিজুল ইসলাম জীবনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম, সহকারি উপ পরিচালক মো: হাবিবুর রহমান খান, ধনবাড়ী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: ইকবাল হোসেন প্রমুখ।
সার্বিক তত্বাবধানে ছিলেন রান ডেভেলপমেন্ট সোসাইটি‘র মহাসচিব মো: ইলিয়াস রাজ।
এতে আরো উপস্থিত ছিলেন রান ডেভেলপমেন্ট সোসাইটি নির্বাহী সদস্য মো: শফিকুল ইসলাম, মো: কামরুজ্জামান রিপন, মধুপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি শনিবার এ প্রশিক্ষন কর্মশালা শুরু হয়।