হাফিজুর রহমান মধুপুর : ধনবাড়ী ও মধুপুর জাতীয়তাবাদী কৃষকদলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো.লস্কর আলী মেম্বারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম (সরকার সহিদ)।
সম্মেলনের উদ্ধোধন করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো.মাহমুদুল হাসান সানু।
এ সময় বক্তব্য রাখেন,উপজেলা এিনপির সিনিয়র সহ সভাপতি সাবেক চেয়ারম্যান মো.আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা মো.জয়নাল আবেদীন বাবলু।
সম্মেলনের আলোচনা শেষে উপজেলা এবং পৌরসভা কৃষকদলের কমিটি গঠন করা হয়।
এ কমিটিতে মো.লস্কর আলী মেম্বার কে সভাপতি, মো.ফজলুল হক মেম্বার সিনিয়র সহ সভাপতি, মো.আব্দুল মালেক আকন্দ সাধারণ সম্পাদক ও মো.আমিনুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে মধুপুর উপজেলার কমিটি গঠন করা হয়।
পরে মো.কামরুজ্জামান কে সভাপতি, কাজী আবু বকর সিনিয়র সহ সভাপতি, মো.ইসমাইল হোসেন সিরাজী সাধারণ সম্পাদক ও মো.চাঁন মিয়া কাদিম কে সাংগঠনিক সম্পাদক করে পৌরসভার কমিটি গঠন করা হয়।
অপরদিকে, ধনবাড়ী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো.আমজাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-মধুপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো.শহিদুল ইসলাম (সরকার সহিদ)।
এসময় উপস্থিত ছিলেন-ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুল্লাহ ফকির, সাবেক সাধারণ সম্পাদক এনামুল ভিপি, পৌর বিএনপির আহবায়ক এসএমএ ছোবাহান, যুগ্ম আহবায়ক হাফেজ খারুল ইসলাম সহ যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেষে ধনবাড়ী উপজেলা ও পৌরসভা কৃষকদলের কমিটি গঠন করা হয়।