প্রতিদিন প্রতিবেদক: ”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের মতো টাঙ্গাইলেও ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার ৫ নভেম্বর বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সেরা সমবায়ী সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছোনোয়ার হোসেন। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শরফুদ্দিন, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ। এসময় সরকারী কর্মকর্তা ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।