মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩য় শ্রেণী কর্মচারী সমিতির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৩য় শ্রেণী কর্মচারী সমিতির কার্যালয়ের সামনে থেকে প্রায় ৬০জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
এসময় মাভাবিপ্রবি ৩য় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি মির্জা রানা, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সাধারন সম্পাদক সাদাৎ আল হারুন, মাভাবিপ্রবি ৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আক্কাছ আলী, সাধারন সম্পাদক আমিনুর ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাভাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু বলেন, বন্যা ও করোনা পরিস্থিতিতে বর্তমান সময়ে দুস্থদের অার্থিক অবস্থা খুবই খারাপ। ঈদকে সামনে রেখে ৩য় শ্রেণী কর্মচারী সমিতির উদ্যোগ প্রশংসনীয়। এসময়ে সকলের উচিত দুস্থ ও বানভাসি মানুষদের পাশে দাড়ানো।