সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

ভূঞাপুরে বিএনপি’র নাম ভাঙিয়ে বালু ঘাটের রাস্তা দখল নেওয়ার অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপি’র নাম ভাঙিয়ে অবৈধ বালুর ঘাটের রাস্তা দখল নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে রিপন ডাক্তার নামে এক ঔষধ বিক্রেতার বিরুদ্ধে। এরই জেরে উপজেলার নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে সালিশি বৈঠকে রিপন ডাক্তার ও ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল লতিফ দু’পক্ষের মাঝে সংঘর্ষের ঘটে।

জানা যায়, মাটিকাটার রিপন ডাক্তার নামে এক ঔষধ বিক্রেতা অবৈধ বালুর ঘাটের জন্য রাস্তা দখল নেওয়ার জন্য বিএনপি নেতাদের জায়গা-জমি দখল নেওয়ার জন্য নিকরাইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ শেখ ও তার লোকজনের সাথে বিরোধ চলছিল। এনিয়ে গত ৮ মার্চ বিকালে উপজেলার নিকরাইল ইউনিয়নের ন্যাংড়া বাজারে বাগানবাড়ী এলাকায় বালুর ঘাটের জায়গা নিয়ে সালিশি বৈঠক বসে। এতে রিপন ডাক্তারের লোকজন পূর্বপরিকল্পিত ভাবে হামলা করে। এতে লতিফ গ্রুপের বেশ কয়েকজন আহত হয়।

জমিদাতা মর্তুজ ও গফুরসহ অনেকে বলেন, বাগানবাড়ী বালুর ঘাটের জমিগুলো আমাদের পৈত্তিক সম্পতি। আওয়ামী লীগের দোসর রিপন ডাক্তারের কয়েক শতাংশ জমি ছাড়া কোনো জমি নেই। সেখানে তিনি বালু ফেলে আমাদের জায়গা দিয়ে বিএনপির নাম ভাঙিয়ে রাস্তা তৈরির চেষ্টা ও বিরোধ সৃষ্টি করছেন তিনি।

লতিফপক্ষের অপর আহত উপজেলা ছাত্রদলের নেতা সোহাকুর রহমান সোহাগ বলেন, রিপন ডাক্তার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বহিরাগত লোকজন নিয়ে সালিশি বৈঠকের একপর্যায়ে ইট-পাটকেল দিয়ে ঢিল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এতে আমাদের এক নারীসহ ১০ জন আহত হয়েছি।

বিএনপি নাম ভাঙিয়ে অবৈধ বালু ঘাটের রাস্তা দখল প্রসঙ্গে রিপন ডাক্তার বলেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দের নিকট আমার পরিচয় জানতে পারবেন। আমি কারো রাস্তা দখল নেয়নি।

এ বিষয়ে ভূঞাপুর থানা তদন্ত (ওসি) আনোয়ার হোসেন বলেন, সালিশি বৈঠকে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ অভিযোগ দায়ের করেছেন, তদন্ত চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme