মির্জাপুরে ট্রাক চাপায় যুবক নিহত

মির্জাপুরে ট্রাক চাপায় যুবক নিহত

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় পিষ্ট হয়ে নেপাল সরকার (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার লতিফপুর ইউনিয়নের চানপুর ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নেপাল সরকার উপজেলার বান্ধাচালা গ্রামের মহেশ সরকারের ছেলে। তিনি বান্ধাচালা বাজারে টিভির মেকার হিসেবে কাজ করতেন।

পুলিশ জানান, নেপাল সকালে তার ছোট ভাইকে গোড়াই কাশেম ড্রাইসেল মিলে নামিয়ে দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

মির্জাপুর দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান জানান, সকালে অজ্ঞাত ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840