প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ৫০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর)।
২৭ আগস্ট শনিবার টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এ তথ্য জানিয়েছেন।
টাঙ্গাইল ডিবি পুলিশের (উত্তর) অফিসার ইনচার্জ মো: হেলাল উদ্দিন এর দিক নির্দেশনায় মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় এসআই মোঃ নাফিউল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই রাজিফুল ইসলাম, কনস্টেবল মোঃ শিমুল মিয়া, মোঃ মাসুদ মিয়া এবং মোঃ ইয়াসিন মিয়া অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা।