প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের আমের চারা এলাকায় স্বামী আয়নাল হক তালাক দেওয়ার পরও বিগত ৫দিন যাবৎ স্বামীর ঘরে অবস্থান করছে স্ত্রী নাজমা আক্তার।
এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।এলাকার মাতাব্বর বা প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করেনি। যে কোন সময় অনাকাংখিত ঘটতে পারে বলে দাবী গ্রামবাসীর।
তালাকপ্রাপ্ত ওই স্ত্রী প্রতিদিন আয়নাল হকের বাড়িতে ভাংচুর ও অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং নিজের প্রান নিজে নিবে, অপরের প্রানহানি ঘটাবে বলে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।
জানা গেছে, উপজেলার হাতীবান্ধা গ্রামের মৃত আব্দুর রশিদেও ছেলে আয়নাল হকের সাথে গত ১১/০৯/১৯ইং তারিখ পটুয়াখালী সদর উপজেলার লাউকাটি এলাকার মৃত আব্দুল লতিফ মৃধার মেয়ে নাজমা আক্তার(হাল সাকিন জেলখানা মোড় সখিপুর পৌরসভা ৯নং ওয়ার্ড) এর বিবাহ হয়।
বিবাহের পর ইসলামী শরীয়ত মোতাবেক না চলায় (গত ০৪ নভেম্বর) টাঙ্গাইল নোটারী পাবলিক কর্তৃক (নং ২৯৮০/২০১৯) আয়নাল হক সদ্য বিবাহিত স্ত্রী নাজমা আক্তারকে তালাক দিয়ে দিয়েছে।
এর পর থেকেই তালাকপ্রাপ্ত নাজমা আক্তার প্রাক্তন স্বামী আয়নাল হকের বাড়িতে অবস্থান করছে। যেকোন অনাকাংখিত ঘটনা ঘটার পূর্বে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।