প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর প্রতিমাবংকী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে বুধবার (১৩ নভেম্বর) জেডিসি বাংলা পরীক্ষায় নয়জন পরীক্ষার্থী বহিঃস্কার করা হয়েছে।
অসদুপায় অবলম্বনের দায়ে ওই নয় পরীক্ষার্থীকে বহিঃস্কার করেন সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আমিনুর রহমান।
কেন্দ্র সচিব কালিদাস পশ্চিম পাড়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো.হাবিবুর রহমান জানান, নয় জন পরীক্ষার্থীর মধ্যে হতেয়া ডি এস দাখিল মাদরাসার দুইজন,চাকদহ ইসলামিয়া দাখিল মাদরাসার একজন,কাহারতা ইসলামিয়া দাখিল মাদরাসার দুইজন, তক্তারচালা দাখিল মাদরাসার একজন, মধ্যঘোনার চাল আজগরিয়া দাখিল মাদরাসার একজন, শোলা প্রতিমা দাখিল মাদরাসার দুইজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিঃস্কার করা হয়েছে।