মির্জা সাইদুল ইসলাম সাঈদ : সখীপুরে সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির সব লোকদের জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় পঞ্চাশ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের গড়বাড়ি টোকপাড়া গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ঘরের দরজা ভেঙ্গে ১২/১৫ জন ডাকাত ভেতরে প্রবেশ করেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।
পরে ঘরে থাকা নগদ ১৩ লাখ ২৬ হাজার টাকা, ৪৬ ভরি স্বর্ণালঙ্কার ও অনেক মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায় ডাকাত দল।
এ সময় ডাকাতরা প্রবাসী রুহুল আমিনের স্ত্রী নিলুফা আক্তার ও ছেলে নিফুল হোসেনকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে তাদের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক বদিউজ্জামান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে।