সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে

সাংবাদিক সুমন মন্ডলের উপর হামলার প্রতিবাদে ধনবাড়ীতে সমাবেশ

  • আপডেট : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬৯৮ বার দেখা হয়েছে।
Exif_JPEG_420

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী : পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন ও হয়রানির প্রতিবাদে টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, গাইবান্ধায় বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিক সুমন মন্ডলের উপরহামলা চালিয়েছে সংঘবদ্ধ জুয়ারিচক্র। হামলা কারীরা তাকে বেদম মারপিট করে আহত করে। গুরুতর আহত ওই সাংবাদিককে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা কারীদের বিরুদ্ধে দূত আইনগত ব্যবস্থা নিতে প্রতিবাদ সমাবেশ করেন সাংবাদিকরা।

সমাবেশে স্বাধীন বাংলা নিউজ টিভি‘র প্রধান সম্পাদক ও দৈনিক তথ্য ধারা পত্রিকার নিজস্ব প্রতিবেদক এস,এম আব্দুর রাজ্জাক বলেন, মাঠে নেমে এখনও পর্যন্ত আমরা কোনো সাংবাদিক হত্যা, হামলা, নির্যাতনের সুবিচার আদায় করতে পারিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরওকী সাংবাদিকদের উপরহামলা-নির্যাতনের দৃশ্য চোখে পড়েনা? ‘নির্যাতিত সাংবাদিকদের অপরাধ তারা সত্য সংবাদ সংগ্রহের কাজে নেমে ছিল। বাক স্বাধীন তার জন্য, গণতন্ত্র মানবতার জন্য সাংবাদিকরা লড়াই করে যাচ্ছে। কিন্তু আমরা মার খাচ্ছি। আজো গণমাধ্যমকর্ম আইন পাশ করা হয়নি। ওয়েজবোর্ড পাশ করা হলেও তা কার্যকর হয়নি। সব ক্ষেত্রেই আমরা পদে পদে নির্যাতিত হচ্ছি সব ক্ষেত্রেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিনীত অনুরোধ, কয়েক দিনের মধ্যেই সাংবাদিক নির্যাতনকারী, হেনস্থাকারী, হামলাকারীদের গ্রেফতারের কার্যকরী পদক্ষেপ নিন।

ধনবাড়ী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো: শহিদুল্লাহ বলেন, আমরা সব সাংবাদিকরাই নির্যাতিত হচ্ছি, অথচ হামলাকারীরা নির্বিঘেœ ঘুরে বেড়াচ্ছে। এটা হতে পারেনা। একজন সাংবাদিককে কোপানো হবে, আবার হাসপাতালে গিয়ে হুমকিও দেওয়া হবে, এটা পুরো সাংবাদিক সমাজের জন্য এটা লজ্জা। আমি মনে করি, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার সময় এসেছে। সাংবাদিক হামলায় সংশ্লিষ্ট হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। সমাবেশে উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার, সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, দৈনিক আমার সংবাদের ধনবাড়ী প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আনছার আলী, কে.টিভি বাংলার উত্তর টাংগাইল প্রতিনিধি মো: আবুল হোসেন, আকাশ, জয়যাত্রা টেলিভিশনের ধনবাড়ী প্রতিনিধি জাহিদুল কবির, প্রিয় বাংলা টেলিভিশনের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি মো: আলগীর হোসেন, শিক্ষা তথ্য টিভির জেলা প্রতিনিধি মো: ফিরোজ আহমেদ ,সাংবাদিক পাপন মিয়া, মানবাধিকার কর্মী মো. নাছির উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে প্রতিবাদী বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme