প্রতিদিন প্রতিবেদক : ‘‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী: স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’’ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে মোটরসাইকেল বিতরণ করা হয়েছে।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ ধনবাড়ী ব্রাঞ্চের উদ্যোগে রোববার (২৮ মার্চ) বিকালে উপজেলা হলরুমে ইনস্যুরেন্স গ্রহণকারীর শ্রেষ্ঠ ১০ জনকে হিরো কোম্পানির মোটরসাইকেল বিতরণ করা হয়।
ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ ধনবাড়ী ব্রাঞ্চের কো-অর্ডিনেটর কল্পনা হায়দারের সঞ্চালনায় মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর, পল্লী বিদ্যুতের জিএম রফিকুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর টাঙ্গাইল এরিয়া অফিসের ইনচার্জ আতিকুর রহমান, ডিস্ট্রিক কো-অর্ডিনেটর আকবর হোসেন, ধনবাড়ীর ব্রাঞ্চ কো-অর্ডিনেটর হায়দার প্রমূখ।