সংবাদ শিরোনাম:
স্বামীর হাতে স্ত্রী খুন

স্বামীর হাতে স্ত্রী খুন

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে মিনারা (২২) নামে এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনার পর স্বামী আমিনুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ।

শনিবার (২০ নভেম্বর) রাতে উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পন্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রোববার (২১ নভেম্বর) সকালে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিষয়টি ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আজাহারুল ইসলাম সরকার নিশ্চিত করেছেন।

আমিনুল ইসলাম ওই গ্রামের শামছুলের ছেলে।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মো. আজাহারুল ইসলাম সরকার বলেন, ‘স্ত্রীকে হত্যার পর স্বামী আমিনুল ইসলাম নিজেই থানায় ফোন করেন। তিনি বলেন, ‘আমার স্ত্রীকে আমি হত্যা করেছি। আপনারা এসে আমাকে নিয়ে যান।’ পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করি। তিনি প্রাথমিকভাবে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আজ সকালে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840