মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় অর্থবছরে “গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ” প্রকল্পের অধীনে নির্মিতব্য রাস্তা সমূহের উন্মুক্ত লটারি সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স হলরুমে সকল ঠিকাদারের উপস্থিতিতে এ লটারি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিনসহ বিভিন্ন শ্রেণীর ঠিকাদারবৃন্দ।
উল্লেখ্য, ২ কোটি ৭৪ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যায়ে এ প্রকল্পের মাধ্যমে উপজেলার পাইকড়া ইউনিয়নে তিনটি ও নাগবাড়ী ইউনিয়নে দুইটি মোট পাঁচটি মাটির রাস্তার কাজ সম্পন্ন হবে।