সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

কালিহাতীতে রাতের আধাঁরে রাস্তার সরকারি গাছ কর্তন

  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৬৮০ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : কালিহাতীতে রাতের আধাঁরে রাস্তার সরকারি গাছ কর্তন করে বিক্রি করছে একটি মহল। উপজেলার তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত প্রায় ১ কি.মি. এবং গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত ৬’শ মি. রাস্তার দু’পাশের সরকারি গাছ ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত রাস্তার গাছ ১ লাখ ৩০ হাজার টাকা এবং গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত রাস্তার গাছ ৮০ হাজার টাকায় কিনে নিয়েছে মালেক মেম্বার ও ফজলুল হক। তারা গাছ ক্রয় করে গাছগুলি তাদের নিজস্ব স’মিলে স্তুপ করে রেখে দিয়েছে।

মালেক মেম্বার ও ফজলুল হকের সাথে যোগাযোগ করলে তারা কোন মন্তব্য করতে রাজি হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানায়, স্থানীয় আয়নাল মেম্বার রাতের আধাঁরে গাছগুলি কেটে মালেক ও ফজলুল হকের নিকট বিক্রি করে।

সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিনা টেন্ডারে এসব গাছ কেটে বিক্রি করলেও স্থানীয় প্রভাবশালী নেতাদের ভয়ে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

গাছ কাটার বিষয়ে আয়নাল মেম্বার তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন।

নাগবাড়ি ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান মিল্টন সিদ্দিকী জানান , সরকারি গাছ কর্তনের বিষয়টি আমি জানতাম না। খবর নিয়ে জানতে পারি স্থানীয় আ’লীগ নেতারা যোগসাজসে এসব গাছ কেটে বিক্রি করেছে বলে শুনেছি।

কালিহাতী এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, বিষয়টি তেজপুর থেকে গান্ধিনা পর্যন্ত ও গান্ধিনা থেকে দড়িখরশিলা পর্যন্ত এলজিইডি’র রাস্তার দু’পাশে প্রসস্থকরণ কাজ চলমান।

এ সুযোগে স্থানীয় একটি মহল রাতের আধাঁরে রাস্তার দু’পাশের গাছগুলি কেটে বিক্রি করে ফেলেছে। একারণে আমরা গাছ কর্তনকারীদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠিয়েছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme