মনির হোসেন কালিহাতী : কালিহাতী থানা পুলিশ শুক্রবার সকালে থানা চত্ত্বরে এক ব্রিফিং করেছেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুনের সভাপতিত্বে ব্রিফিং প্যারেডে বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার(কালিহাতী সার্কেল) রাসেল মনির,
সহকারী পুলিশ সুপার ফেরদৌস নাহিদ ও তানিয়া সুলতানা, কালিহাতী উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল খালেক, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল বাছেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা।
উপজেলার ১৭৮টি পূজা মন্ডপে ৮৩৩ জন আইন শৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে আনসার ও ভিডিপি সদস্য ৭৫৩ জন এবং পুলিশ সদস্য ৮০ জন রয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুল খালেক জানান, প্রত্যেকটি অধিক গুরুত্বপূর্ণ মন্ডপে ৭ জন, গুরুত্বপূর্ণ স্থানে ৫ জন ও সাধারন স্থানে ৪ জন করে মোট ৭৫৩ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২১৯ জন, মহিলা ৩৫৪ জন,পিসি ৩ জন ও এপিসি ১৭৭ জন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশের বিশেষ মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। কেউ বিশৃংঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠান পরিচালনা করেন কালিহাতী থানার উপ-পরিদর্শক (এস আই) মাহাবুল ইসলাম।