মো. নুর আলম গোপালপুর ঃ টাঙ্গাইলের গোপালপুরে পোল্ট্রি খামারে আধুনিক ব্যবস্থাপনায় তাপমাত্রা নিয়ন্ত্রণে আনোয়ার সিমেন্ট শীট এর পোল্ট্রি খামারি ও ঢেউটিন ব্যবসায়ীদের সাথে শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আনোয়ার সিমেন্ট শীট ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর আয়োজনে (২৫ ডিসেম্বর) শুক্রবার বিকেলে স্থানীয় সরকারি সূতি ভি এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে পোল্ট্রি খামারি ও ঢেউটিন ব্যবসায়ীদের সাথে শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক পার্থ রথী সরকার, উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ সেলস অফিসার মো.রাকিব ইসলাম, এক্সিকিউটিভ সেলস অফিসার মো.রবিউল ইসলাম, গোপালপুর ঢেউটিন ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো.জালাল উদ্দিন, ঢেউটিন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির আরো উপস্থিত ছিলেন পোল্ট্রি খামারি ও ঢেউটিন ব্যবসায়ী বৃন্দ।
শীর্ষক প্রশিক্ষণ শেষে উপস্থিত এর মাঝে খাবার ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।