প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : টাঙ্গাইলের গোপালপুরে আলমনগর ইউনিয়নের নবনির্মিত ভূমি অফিস ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।
(৪ সেপ্টেম্বর) বুধবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদিয়া ইসলাম সীমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আলিম আল রাজি, আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ধোপাকান্দি ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল হাই, উপজেলা কৃষি অফিসার এস এম শহিদুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মহান আল্লাহ তাআলার দরবারে মুনাজাত প্রার্থনা করা হয়।