গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর সাজা

গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাদকসেবীর সাজা

প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে মাদক সেবনের দায়ে ৬ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ মল্লিক।

এরআগে গোপালপুর থানার এসআই মো: শফিকুল ইসলামসহ পুলিশ সদস্যদের সহযোগিতায় পৌর শহরের কালীমন্দির এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে ওই ৬ মাদকসেবীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- উপজেলার বাণীপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ গিয়াসউদ্দিন (৪৩), মাদারজানী গ্রামের নবাব আলীর ছেলে মো. নাসির (৩৫), উত্তর গোপালপুর গ্রামের মীর আব্দুর রহিমের ছেলে মীর নাজমুল আহসান (৫৫), দক্ষিণ গোপালপুর গ্রামের মো. সোবাহানের ছেলে আঃ মজিদ(৫৫), রামজীবনপুর গ্রামের মো. কিতাব আলীর ছেলে মো. মোশারফ হোসেন (৪২) এবং কোনাবাড়ি বাজার এলাকার আঃ মজিদ তালুকদারের ছেলে মো. সোহেল তালুকদার (৪৫)।

স্থানীয়রা অভিযোগ করেন, মাদকসেবীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ, এদের কিছু বলতে গেলেই নানারকম হুমকি ধামকি দেয়। তাই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

ইউএনও মো. পারভেজ মল্লিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসেবীর হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের করাদন্ড দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840