সংবাদ শিরোনাম:
মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা
ঘাটাইলে অটোচালক আলম মিয়ার হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ জনকে গ্রেফতার

ঘাটাইলে অটোচালক আলম মিয়ার হত্যা মামলার রহস্য উদঘাটন, ৬ জনকে গ্রেফতার

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের ঘাটাইলে ব্যাটারি চালিত অটোরিক্সা চালক মো. আলম মিয়ার হত্যা মামলার রহস্য উদঘাটনসহ ৬ জন আসামীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল পুলিশ।

পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে গিয়ে আলম মিয়াকে ঘরে ঢুকে গলা কেটে হত্যা করা হয়। কিন্তু এ সময় পাশের বাড়ির মানুষ জেগে উঠার শব্দ পেয়ে তারা অটোরিকশাটি ছিনতাই না করেই পালিয়ে যান।

আলম মিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আনিসুর রহমান খান (৩২) শনিবার (১৫ জুলাই) আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে এ তথ্য জানিয়েছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ হত্যায় জড়িত আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে।

আদালত পরিদর্শক তানভীর আহমদ জানান, শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় আনিসুরের জবানবন্দি নেওয়া শেষ হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসমত আরা তার জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ঘাটাইল উপজেলার সুনটিয়া গ্রামের অটোরিকশাচালক আলম মিয়াকে (৪৫) সিঁধ কেটে ঘরে ঢুকে বৃহস্পতিবার (১৩ জুলাই দুষ্কৃতিকারীরা গলাকেটে হত্যা করে। পরে তার বোন কামরুন্নাহার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।

গোয়েন্দা পুলিশ জানায়, এই হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুর রহমান খানকে শুক্রবার (১৪ জুলাই) গ্রেপ্তার করা হয়। আনিসুর সুনটিয়া গ্রামের হারুন খানের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যায় তার সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত শাবল ও দা উদ্ধার করা হয়।

তার স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় জড়িত থাকার অভিযোগে মো. রায়হান (১৯), খায়রুল (১৯), আব্বাস (৪০), হুমায়ন (৪৯) ও মো. সজলকে (২৫) শনিবার (১৫ জুলাই) গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বাড়ি ঘাটাইলের সুনটিয়া গ্রামে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মনির হোসেন জানান, গ্রেপ্তার অপর পাঁচজনকে রোববার (১৬ জুলাই) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840