সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ঘাটাইলে বিধবার সংবাদ সম্মেলন

  • আপডেট : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : ঘাটাইলে মুক্তিযোদ্ধার বেদখল থেকে নিজ বসতবাড়ি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবার।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ঘাটাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই বিধবার নাম মোছা: রহিমা বেগম। সে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের কোলাহা গৌরাঙ্গি গ্রামের মৃত আব্দুর রশিদের স্ত্রী।

সংবাদ সম্মেলনে বিধবা রহিমা বেগম জানান, আমার স্বামী জমি ক্রয় করার পর থেকে ভোগ দখল করতে থাকি। এরই মধ্যে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসি গ্রামের ইকরাম উদ্দিন তারা মৃধা মুক্তিযোদ্ধার দাপট দেখিয়ে আমার স্বামীর নামে রেজি:কৃত বসতবাড়ির জমি বেদখল করেন। এ বিষয়টি সুবিচারের জন্য গত ১৬ ফেব্রুয়ারি ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করি। অভিযোগের একটি কপি উপজেলা ভাইস চেয়ারম্যানকেও দেই। এতে তারা মৃধা ক্ষিপ্ত হয়ে পার্শ্ববর্তী ভূঞাপুর উপজেলা থেকে দেশীয় অস্ত্র সজ্জিত সন্ত্রাসী ভাড়া করে এনে আমার বসত বাড়ি ভাংচুর করে ও প্রাণনাশের হুমকী দেয়। বিষয়টি ভাইস চেয়ারম্যান কাজী আরজুকে জানাই। পরে তিনি তা সুরাহার চেষ্টা করেন। কিন্তু এতে তারা মৃধা তার কথায় তোয়াক্কা না করে মুক্তিযোদ্ধার প্রভাব খাটিয়ে মিথ্যা অভিযোগে ভূঞাপুরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় অসহায় বিধবা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা দাবি করেন। সংবাদ সম্মেলনে বিধবার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ছেলে কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ফিরোজা বেগম, হাসনা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ তালুকদার, শিউলি বেগম প্রমুখ। জানতে চাইলে ভাইস চেয়ারম্যান কাজী আরজু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রহিমা বেগমের জমি সংক্রান্ত সমস্যাটি সমাধানের জন্য আমি তারা মৃধার সাথে যোগাযোগ করি। এতে সে আমার কথায় গুরুত্ব না দিয়ে আমাকেই হেয় করার জন্য ভুঞাপুরে মানববন্ধন করেছে বলে শুনেছি। তিনি আরো বলেন, এই জমির বিষয়ে তারা মৃধা মামলা করলে রহিমার স্বামীর পক্ষেই রায় প্রদান করেন আদালত। এ ঘটনায় ভূক্তভোগি পরিবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme