চাকুরি একযোগে জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

চাকুরি একযোগে জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিদিন প্রতিবেদক: বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি একযোগে জাতীয়করণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে টাঙ্গাইল জেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

১৭ সেপ্টেম্বর দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন দাবি তুলে ধরে লিখিত বক্তব্য প্রদান করেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোট ও বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি এ কে এম আব্দুল আউয়াল। এসময় তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি স্কুল, স্কুল ও মাদ্রাসা জাতীয়করণের ঘোষনা না দিলে আমরা পূর্ব ঘোষিত কর্মসূচি মোতাবেক ৫ অক্টোবর ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মহা অবস্থান ধর্মঘট শুরু করবো।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- শিক্ষক কর্মচারী ঐক্যজোট টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাসেত মিঞা, বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল্লাহ আল মামুন, বাশিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদেরসহ অনান্য শিক্ষক নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840