সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

জমির বিরোধে মারপিট, প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট : রবিবার, ৮ মে, ২০২২
  • ৩৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে প্রতিবেশীর বিরুদ্ধে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেল করেছে সদর উপজেলার বাঘিল ইউনিয়নের গোপালপুর (শিবপুর) গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মো. সোলাইমান মিয়া (৬০)। রোববার ৮ মে সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটিরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন, ১৯৯০ সাল থেকে পৈত্রিক ও ক্রয়সুত্রে ৫১শতাংশ ভুমিতে খাজনা পরিশোধ করে নিজ নামে খারিজসহ ভোগদখল ও বসবাস করে আসছি। যার বিএস খতিয়ান নং ৪৯৭,আর এস ৫৯৫। গত ২৬ এপ্রিল মঙ্গলবার দুপুরে প্রতিবেশী মৃত গোলাম মাহমুদের ছেলে মো. কোরবান আলী,আব্দুল গফুর,হাবিবুর রহমান, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রউফ ওরফে মাওলানা,শফিকুল ইসলাম, মোহাম্মদ আলী দেশীয় অস্ত্রেসস্ত্রে নিয়ে জমি দখলের জন্য অতর্কিতভাবে হামলা করে। এ সময় ভুক্তভোগী সোলায়মান তার জমি রক্ষায় বাঁধা দিলে আব্দুর রউফ তার হাতে থাকা লাঠি দিয়ে আঘাত করে সোলাইমানের ডান হাতের কবজি ভেঙ্গে ফেলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, তাদের হুমকিতে আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি যে কোন সময় তাদের দ্বারা প্রাণনাশের ঘটনা ঘটতে পারে।

তবে এ বিষয়ে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর মুঠোফোনে বলেন, ৩৭ শতাংশ ভুমি আমার পৈত্রিক সম্পত্তি। যার সিএস ,আরএস আমাদের নামে। সোলায়মান মিয়া ভুল নকশা তৈরী করে গোপনে খারিজ করেছিলেন। পরে আমরা টাঙ্গাইল ট্রাইবুনাল আদালতে মামলা করলে খারিজটি ভেঙ্গে যায়। পরবর্তীতে সোলায়মান উচ্চ আদালতে আপীল করেন। এছাড়াও মারপিটের ঘটনা সত্য নয় বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে মো. সোলায়মানের ছেলে রাসেদুল ইসলাম, আবু মিয়া ও ছোট ভাই আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme