প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল প্রতিনিধি: সামাজিক কর্মকান্ডে নিজেকে জরিয়ে জীবনে তৃপ্তি খোঁজেন টাংগাইলের ঘাটাইল উপজেলার জাকারিয়া মানব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা সৈয়দ তুহিন আব্দুল্লাহ। কর্মব্যস্ততার পাশাপাশি নিজের অর্থ দিয়ে প্রকাশ্যে এবং গোপনে অসহায় মানুষের বাসস্থান ও খাবারের ব্যবস্থা করে থাকেন সৈয়দ তুহিন আব্দুল্লাহ।
ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড করবাড়ী গ্রামের বাসিন্দা অসহায় আব্দুস সালাম, মেয়ের বাড়ীতে দেড় শতাংশ ভূমিতে জরাজীর্ণ টিন দিয়ে তৈরি ৫ হাত ঘরে স্বামী স্ত্রী বসবাস করে।
মানবেতর জীবনযাপন করা আব্দুস সালাম
জাকারিয়া মানব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লাহর নজরে আসে। তিনি সরেজমিনে দেখতে করবাড়ী গ্রামের বাসিন্দা অসহায় আব্দুস সালামের বাড়িতে ছুটে যান।
জরাজীর্ণ সালামের বাড়ী দেখে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়ে। জাকারিয়া মানব কল্যাণ ট্রাষ্টের অর্থয়নে তাৎক্ষণিক ঘর নির্মানের কাজ শুরু করার জন্য নগদ অর্থ প্রদান করেন। ঘর নির্মাণ শেষে সালামের সপরিবার নিয়ে ঘর উদ্বোধন করেন জাকারিয়া মানব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান সৈয়দ তুহিন আব্দুল্লা।
এ সময় উপস্থিত ছিলেন, রসুলপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, জাকারিয়া এ্যপারেলস লিমিটেড এর এডমিন ম্যানেজার এস,এম সোহরাব, মোঃ কছিম উদ্দিন, নাসির উদ্দিন, আবু কায়ছার, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অসহায় হত দারিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট এর চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা সৈয়দ তুহিন আব্দুল্লাহ।
ইতিমধ্যে শান্তি মহল গৃহায়ন প্রকল্প
ঘাটাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় হত দারিদ্রের ১৬ টি ঘর নির্মান করে দেওয়া হয়েছে এছাড়াও চিকিৎসা, শিক্ষা ও অসহায় গরীব দুস্তদের মাসিক নগদ অর্থ প্রদান করে আসছে।