সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ সখীপুর আবাসিক মহিলা কলেজ

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ সখীপুর আবাসিক মহিলা কলেজ

প্রতিদিন প্রতিবেদক,সখীপুর: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজ পর্যায়ে উপজেলার শ্রেষ্ঠত্বের সব পুরস্কার পেয়েছেন সখীপুর আবাসিক মহিলা কলেজ। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ), শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট রোভার শিক্ষক,  শ্রেষ্ঠ রোভার শিক্ষার্থীসহ ছয়টি বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ওই নারী শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুনুর রশিদ এ ঘোষণা দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সূত্র জানায়, এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলার কলেজ পর্যায়ে সবগুলো বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন সখীপুর আবাসিক মহিলা কলেজ। উপজেলার ১১টি কলেজের মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হয়েছেন সখীপুর আবাসিক মহিলা কলেজ। এছাড়াও ওই কলেজের  এম এ রউফ (শ্রেষ্ঠ অধ্যক্ষ), আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ খান (শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক), মৌমিতা তাসরিন হাদিয়া (শ্রেষ্ঠ শিক্ষার্থী), মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহবুবুর রহমান (শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক), দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন (শ্রেষ্ঠ রোভার) নির্বাচিত হয়েছে। ২০০৩ সালেও সখীপুর আবাসিক মহিলা কলেজ উপজেলার সেরা কলেজ হিসেবে নির্বাচিত হন।
সখীপুর আবাসিক মহিলা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আলমগীর ফেরদৌস  বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে উপজেলার ১১টি কলেজের মধ্যে আমাদের এ কলেজটি ৬টি বিভাগেই শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন। আশা করছি জেলা পর্যায়েও এ প্রতিষ্ঠানের একাধিক বিষয়ে সাফল্য আসবে।
সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম এ রউফ বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কলেজ পর্যায়ে ছয়টি বিভাগে শ্রেষ্ঠত্বের পুরস্কার পাওয়ায় আজ মঙ্গলবার কলেজে অনানুষ্ঠানিকভাবে আমরা আনন্দ উদযাপন করেছি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840