সংবাদ শিরোনাম:
ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন

টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগের ৪ নতুন মুখ

  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ৯১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগের প্রার্থী নতুন মুখ এসেছে। বাকি চার আসনের প্রার্থী অপরিবর্তিত রেখেছে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীর সংসদ নির্বাচনে রবিবার বিকেলে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পর নেতাকর্মী ও অনুসারীরা উল্লাস প্রকাশ এবং মিস্টি বিতরণ করছেন। মনোনয়ন না পাওয়া এমপিদের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রাপ্ত তথ্য মতে টাঙ্গাইল-৫ সদর আসনে দুইবারের এমপি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছানোয়ার হোসেন মনোনয়ন পাননি। এখানে মনোনয়ন দেওয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাতবারের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। বাদ পড়েছেন বর্তমান এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী। তিনি সাবেক ছাত্রনেতা ও উপজেলা চেয়ারম্যান ছিলেন। টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান খান। তিনি টাঙ্গাইল জেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সদস্য। এখানে বাদ পড়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান। তিনি ঘাটাইলের সাবেক এমপি আমানুর রহমান খান রানার বাবা ও প্রয়াত এমপি শামসুর রহমান খান শাজাহানের ভাই। টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি বাদ পড়েছেন। এখানে মনোনয়ন পেয়েছেন সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অনুপম শাহজাহান জয়। তার বাবা প্রয়াত শওকত মোমেন শাহজাহান এ আসনের একাধিকবার এমপি ছিলেন। এদিকে জেলার অন্য চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থী অপরিবর্তিত রয়েছে। তার হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে দলের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোটমনির এমপি, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু এমপি ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme