সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
টাঙ্গাইলের জেলা প্রশাসক পিএইচডি ডিগ্রী লাভ করেছেন

টাঙ্গাইলের জেলা প্রশাসক পিএইচডি ডিগ্রী লাভ করেছেন

প্রতিদিন প্রতিবেদক :  টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি পিএইচডি ডিগ্রী লাভ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) থেকে ইংরেজি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

জেলা প্রশাসক পিএইচডি ডিগ্রী লাভ করায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল প্রতিদিন পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। 

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদউল্লাহর তত্তাবধানে এই গবেষনা কর্ম সম্পন্ন করেন তিনি। এই গবেষনার কর্মের বহিঃপরিক্ষক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান এবং যুক্তরাজ্যের সাউদান্তন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. রিচার্ড কাইলি।

জেলা প্রশাসক মো. আতাউল গনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে অনার্স ও মাষ্টার ডিগ্রী অর্জন করেন।

তিনি ২০১৫ সালে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে এমফিল ড্রিগী লাভ করেন। এ ছাড়া যুক্তরাজ্যের গ্রীনিচ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিন মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে দ্বিতীয়বার এমএ ডিগ্রী অর্জন করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840