জাহাঙ্গীর আলম : ‘কর প্রদানে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ, নিশ্চিত হোক রূপকল্প বাস্তবায়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলে চার দিনব্যাপি আয়কর মেলা শুরু হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) সকালে শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন টাঙ্গাইল সদর আসনের সাংসদ ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ,
বীরমুক্তিযোদ্ধা মহব্বত হোসেন খান, গাজীপুর কর অঞ্চলের পরিদর্ষক যুগ্ম কর কমিশনার মোহা. আব্দুস সালাম সহ অন্যান্য আয়কর কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
মেলায় ১৮টি বুথ রয়েছে। মেলাটি আগামী ১৯ নভেম্বর মঙ্গলবার শেষ হবে।